যুদ্ধ অপরাধীদের বিচার হছে এইটা আমাদের দেশের জন্য একটা পজিটিভ দিক। ভাবতে ভালো লাগছে যে অন্যায় করলে তার জন্য শাস্তি পেতে হয়। কিন্তু সব কিছু যেভাবে হচ্ছে তাতে একজন স্বাধীন মানুষ হিসাবে মনের মধ্যে প্রায় সময় কিছু প্রশ্ন জাগে। এসব শেয়ার করার কোনো মাধ্যম খুঁজে পাওয়া বেশ মুশকিল বটে, বিচারপতি নিজামুল হক এর skype ক্কেলেন্গকারী নাহয় না ই বললাম ,কাদের মোল্লার ফাসির রায় না হওয়াতে শাহবাগ মোড়ে গণজমায়েত দেখলাম টেলিভশন এ। এখানে আইন প্রতিমন্ত্রী বলেছেন এই গণসমাবেশ আরো আগে করা দরকার ছিল তাহলে রায় অন্য রকম হতো।
তাহলে বিষয় টা কি এইরকম যে গণজমায়েত দেখে ট্রাইবুনাল রায় নির্ধারণ করবে? নাকি এগুলো সব ই পূর্ব পরিকল্পিত, বিশেষ মহলের ইশারায় বিশেষ লোকজন জনতার মঞ্চ টাইপ এর গণজমায়েত করবে তারপর সরকার কাদের মোল্লার রায় এর ব্যপারে আপিল করবে, ট্রাইবুনাল ফাসির রায় দিবে, আনন্দ মিছিল হবে এবং প্রমানিত হবে যে ট্রাইবুনাল আসলেও নিরপেক্ষ ভাবে কজ করছে। এবং পরবর্তী রায় গুলো নিয়ে আর কোনো প্রশ্ন উঠবে না।
এসব প্রশ্ন গুলো মাথায় আসার কিছু কারণ আছে যেমন ধরুন গত এক বছরে যেই পরিমান নারী এবং শিশু ধর্ষিত হয়েছে তা মনে হয় বাংলাদেশ এর ইতিহাস এ রেকর্ড, একটা নগদ রেফারেন্স : (সংসদ ভবন থেকে: ধর্ষণের মাত্রা আশংকাজনক হারে বেড়ে চলছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। Banglanews24.com 06/02/13) আমি জানিনা স্বাধীনতা যুদ্ধের সময় এই পরিমান শিশু ধর্ষিত হয়েছিল কিনা। khulnanews.com এর একটা খবর এ জানলাম গত চার বছরে ষোলো হাজার এর বেশি মানুষ হত্যার শিকার হয়ছে।
সংসদ ভবন এলাকায় সংসদ সদস্যের গাড়ীর মধ্যে মানুষ খুন হয়েছে, ড্রাইভার সহ ইলিয়াস আলী গুম হয়ছে, সাগর রুনী নিজ ঘরে খুন হয়েছে, অথচ আমাদের বিচক্ষণ গোয়েন্দা বিভাগ আগুলোর কোনো কুল কিনারা বের করতে পারেননি যদিও বিরোধী দল আগামী কাল কী ধরনের নাশকতা করবে তা তারা আজ জানতে পারে। এই ধরনের অসংগ্ক্ষ অপরাধের বিচার হলে আজ কাদের মোল্লা বিচার সব মানুষকে নাড়া দিত। হয়তো এসব অপরাধের বিচার হবে তবে তা বেয়াল্লিশ বছর পর, গন্ডারের চামড়া আর কাকে বলে।
কিন্তু আরো অবাক করার বিষয় হলো আমাদর দেশের আবেদ কবির ইকবাল টাইপ এর বুদ্ধি জীবী যারা আছেন তারা ও আওয়ামী সরকারের আমলে মুখে কুলুপ এটে বসে থাকেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।