আমিও শিশুর মতো/ তারই মতো মেনে নিতে পারি, যতো ব্যাথা না পাবার,/ ততো কাঁদি, ততো ঠুঁকি মাথা,/ যতো ক্ষতে বয়ে চলে- এ জীবনধারা। আজকাল অনেকের মুখে একটা কথা শোনা যায়,-"বিজ্ঞাপনের যুগ"। আগে মানুষ নিজের পন্য বিপননের জন্য বিজ্ঞাপন ব্যবহার করত। এখন মানুষ নিজের আবেগ প্রকাশ করার জন্যও বিজ্ঞাপন ব্যবহার করে। ব্লগের লেখা লিখতে গেলেও ইমোটিকন যোগ করা যায়।
এটাও আবেগের বহিঃপ্রকাশ। এক রকম বিজ্ঞাপন। টেলিভিশনের বিজ্ঞাপন নিয়ে আমার কিছু বলার নাই। পুরাতন ডায়ালগ কপচাইলে লোকে বিরক্ত হয়। তবে দেশের মোবাইল কোম্পানীগুলো যেভাবে মানুষের আবেগ-ইমোশন নিয়ে বিজ্ঞাপন বানাচ্ছে তাতে পকেটের টাকা ফুরিয়ে আবেগশূণ্য হতে খুব বেশি সময় লাগবে না।
আর ফোন বিষয়ক কথা বলে লাভ নাই। বাঙ্গালী জাতি যে হারে কারনে অকারনে ফোনালাপ করে তাতে মনে হয়, গ্রাহামবেল সাহেব বাঙ্গালী জাতির চাহিদা বিবেচনা করেই টেলিফোন আবিষ্কার করেছিলেন। হায় গ্রাহামবেল সাহেব, আজ আপনি বেঁচে থাকলে বাঙ্গালী জাতির আলাপন পরিনতি দেখে হয়ত সে রকম কষ্ট পেতেন, যে রকম কষ্ট পেয়েছিলেন আইনস্টাইন, তার সূ্ত্রের অপপ্রয়োগ দেখে। যাই হোক এসব বয়ান দিয়ে লাভ নাই। আমি বক্তৃতা দিলেও মানুষ অপ্রয়োজনীয় কল করবেই আর প্রেমিক-প্রেমিকারাও রাত জেগে প্রেমালাপ করবেই।
যাইহোক, রাত্রী জাগরণের প্রস্তুতি গ্রহন করি, রাতভর ফোনালাপ চালাতে হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।