গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!
বেশ আয়েস করে দু'নেত্রীর ফোনালাপ পড়ছিলুম।
যারা কষ্ট করে পুরোটা পড়তে চাচ্ছেন না, তাঁদের জন্য বারো লাইনের একটা সামারি দিলুমঃ
----------------------
ফোনালাপ
----------------------
(নেত্রী ১) "ফোন নষ্ট, ফোন করেন নি।"
(নেত্রী ২) "ফোন ঠিক ছিলো, ফোন ধরেন নি।"
(নেত্রী ২) "আপনারা তো মানুষ মারেন।"
(নেত্রী ১) "আপনারাও কি জ্যান্ত ছাড়েন?"
(নেত্রী ১) "গণতন্ত্রের মুলো ঝুলিয়ে মাইক গুলান বন্ধ করেন।"
(নেত্রী ২) "করে ছিলেন তো আপনারাও - সে কথা থেকে কেন নড়েন?"
(নেত্রী ২) "সময় বাঁধা আল্টিমেটাম - মানলুম তবু হরতাল কেন?"
(নেত্রী ১) "হরতাল হবে উইথড্র - যদি নির্দলীয় সরকার মানো!"
(নেত্রী ২) "মেনে যদি নেই-ই তবে আলোচনার রইলো কী?"
(নেত্রী ১) "না মানলেও অন্ততঃ দেন নীতিগত সম্মতি।"
(নেত্রী ২) “আসুন বসি নৈশ ভোজে, সদলবলেই দাওয়াত রবে!”
(নেত্রী ১) “হরতাল আভি রইলো বহাল – শেষ হোলে পর দেখপো ভেবে!”
অতঃপর জনতা আরেকবার হাসিলো।
মুলোমুলি আর টানাটানিতে - আরো একবার ফাঁসিলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।