আমাদের কথা খুঁজে নিন

   

ফোনালাপ ১

আমি স্বপ্নের ফেরিওয়ালা। স্বপ্ন দেখি,স্বপ্ন বানাই,স্বপ্নেই করি বসত।

-কি করছিস? -পড়তেছি,তুই? -তোর কথা ভাবি। -তাই নাকি,এটা তো আমার জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার,যে তুই আমার কথা ভাবছিস। -ও আচ্ছা,জানতাম না তো।

-কি জানতি না। -যা বললি। -বাদ দে,খাইছিস? -না রে, আজ বুয়া আসেনি তাই খাওয়া আজ অফ। -কি বলিস,বাইরে থেকে কিছু খেয়ে আয়। -যেতে ইচ্ছা করছে না।

-তুই এত অলস ক্যান? -কই না তো। -অলস না তো কি,বুয়া আসেনি তাই বলে না খেয়ে বসে আছে। বাইরে থেকে কিছু খেয়ে আসবে তা না শুধু শুধু আলসেমি। -এক কাজ কর কিছু রান্না করে পাঠাই দে। -পারলে তো দিতাম ই।

-একটা কথা বলি? -হু,বল। -আমায় ভালবাসিস? -না। -কেন? -তুই যে খুব অলস,তাই। -আলসেমি ছাড়লে বাসবি? -হু।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।