আমাদের কথা খুঁজে নিন

   

ফোনালাপ...

মানুষ, তোমায় বড় ভয় আমার!

- হ্যালো! - হ্যালো, এটা কি চৈতি আপুর বাসা? - এটা?...উমমমমম....অ্যাঅ্যাঅ্যা.....হ্যাঁ তো! - আপু আছে? - না তো! ও না বাইরে গেছে। - ও... - অ্যাই অ্যাই...তুমি কি ওর ফ্রেন্ড? - উম হ্যাঁ। - ওওও...জানো আমারো কিন্তু ফ্রেন্ড আছে। - আচ্ছা! তাই নাকি? - হ্যাঁ আছে আছে। ....তোমার কি নাম? - তুমি নাম মনে রাখতে পারবা? আপুকে বলো আমি ওর কামলা।

- তোমার নাম কামলা?!?!?! - না না! - তাহলে কি? বলো না! - জেফরি...বলতে পারবা তুমি? - জেফি? জেফি? হ্যাঁ পারবো। -আচ্ছা বলো তাহলে?...আমি রাখি? - অ্যাই অ্যাই। আমার একটা ডায়েরি আছি কিন্তু! - তাই? - হ্যাঁ...তোমার নাম্বার বলবা না?...আমি লিখবো তো। - পারবা লিখতে? - হ্যাঁ তো!!!....আমি স্কুলে পড়ি না? - আচ্ছা লিখো। - দাঁড়াও দাঁড়াও কলম লাগবে তো...... এরপর কোথায় যেন চলে গেল পিচ্চিটা।

আমি খালি শুনলাম 'দাদু একটা কলম দাও না...দাদু দাদু...দাও না'। - হ্যালো আমি আসছি। - কলম পাইছো? - দাদু না দিতেছে না আমাকে! - আচ্ছা থাক লাগবে না...চৈতি আপু বুঝতে পারবে। তুমি বইলো ঠিক করে? - অ্যাই তুমি কি আমাকে চিনো? - হ্যাঁ চিনি তো! - ও তুমি কি আমার বাসায় আসছিলা? - হ্যাঁ। তুমি কি আমাকে চিনো নাই? - উম...আমি তো তখন ছোট ছিলাম।

...এখন তো একটু বড় হইছি। তুমি আবার আইসো। - ওওও! কতো বড় হইছো? - অনেক!!!....আমি খাইতে পারি, দৌড়াইতে পারি! - (আমি হাসি ) আচ্ছা আসবো। তুমি চৈতি আপুকে বলো কিন্তু। রাখি? খোদা হাফেজ! - আচ্ছা।

টাটাআআআ। চৈতি আপুর ভাইয়ের পিচ্চি ছেলেটার সাথে ফোনে কথোপকথন মজাই লাগলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।