আমাদের কথা খুঁজে নিন

   

ফোনালাপ ! ফোনালাপ !! ফোনালাপ !!! তিনারা যাহা বলিলেন (মিনি পোস্ট)

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না
খালেদা-হাসিনার ঐতিহাসিক ফোনালাপটা শুনে আমার ক্ষুদ্র মস্তিষ্কে যা বুঝলাম, >>>>>>>আপনি দশ বছর আগে আমার ছগলটা চুরি করেছিলেন, আমি কি আপনার গরুটাকে ছেড়ে দিব??!!!! ভার্সিটির ক্লাসে লেট করে গিয়েছিলাম বলে একবার এক ম্যাডাম আমাকে প্রেজেন্ট দেন নি । তার কথা আমি ক্লাস করেত পারব, কিন্তু সেইদিনের পার্সেন্টেজ পাব না । বলা বাহুল্য, বেশিরভাগ ছাত্র-ছাত্রীরাই পার্সেন্টেজের জন্যই ক্লাস করে । সেদিন পার্সেন্টেজ তো পেলামই না, আবার টানা পঞ্চাশ মিনিট যাবৎ ম্যাডামের প্যানপ্যানানির স্বীকার । খালেদা জিয়ার কথা শুনে সেই ম্যাডামের কথা মনে পরল ।

সংলাপ হবে, কিন্তু হরতাল প্রত্যাহার করা যাবে না, প্রধানমন্ত্রী বড্ড দেরী করে ফেলেছেন !!!!!! কাকতালীয়ভাবে ঐ ম্যাডামের নাম আবার ছিল হাসিনা যারা প্রধানমন্ত্রীর বিনয়ীভাব দেখে বিগলিত, ভুল করবেন না । ফোনালাপটা শুধু তিনি রেকর্ড করেছিলেন বলে তার এত নরম স্বর । নাহলে বুঝতেন । অবশ্য রেকর্ড না করলে আপনারা শুনতেও পাইতেন না । তবে মোটকথা, আমি এখানে আশাবাদি হবার মত কিছু পাই নাই ।

"দশ বছর আগের মরা ছাগল" দিয়া কোনো ক্যাচালের সমাধান হয় না ।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।