আমাদের কথা খুঁজে নিন

   

তারা কী এদেশের নাগরিক নয়?

মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআন শরীফে ঈরশাদ করেন, 'তোমাদের নিকট যখন মউত উপস্থিত হবে তখন এক মুহুর্ত দেরি হবে না বা এক মুহুর্ত আগেও হবে না । আমরা সবাই মৃতু্যকে বিশ্বাস করি। কেননা আমাদের সবাইকে একদিন মরতে হবে। কেউ এ পৃথিবীতে চিরদিনের জন্য আসে নি। একটা নির্দিষ্ট দিন পর সবাইকে এ ধরা থেকে বিদায় নিতে হবে।

চিরবিদায় সব সময়ই কষ্টের। কিন্তু সেটা যদি হয় অনাকাঙ্খিত, অনভিপ্রেত, অস্বাভাবিক বা অপমৃত্যু তখন সেটা মেনে নেওয়া কত যে কষ্টের তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। গত ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের ২ কৃতি সন্তান নিহত হন। তারা হলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের সিইও মিশুক মুনির। তাদের হারিয়ে জাতি আজ দিশাহারা।

তাদের শূণ্যস্থান খুব সহজেই পূরণ হবার নয়। তারা দুইজন তাদের কর্মক্ষেত্রে ছিলেন দিকপাল। তাদের নিয়ে সারা দেশ এমনকি বিশ্ব মাতামাতি করেব এটাই স্বাভাবিক। মিডিয়া তাদের সংবাদ ফলাও করে ছাপা করবে। কিন্তু তাদের সাথে অন্য যে ৩ জন মারা গেলেন তারা কী মিডিয়ার আড়ালে চলে যাবেন।

মিডিয়া কী তাদের কথা অল্প করে হলেও প্রচার করেব না?বড় বড় ব্যক্তিদের ভিড়ে তারা কী আড়াল হয়ে যাবেন। তাদের কথা কী আমরা জানবনা? তারা কী এদেশের নাগরিক নন! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.