আমাদের কথা খুঁজে নিন

   

এদেশের মানুষের মন্দ ভাগ্য

ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।

বাংলাদেশের সাধারণ মানুষগুলো জন্মেছে মন্দ কপাল নিয়ে। ভাল কিছু এই দেশে হবে না। সব খারাপের জন্য এই দেশের মানুষ যেন তৈরী।

ঘুর্ণিঝড়, বন্যা, খরা, মহামারী সব যেন এদেশের মানুষের নিয়তি। ছয়টি ঋতুর সব টিতেই যেন মানুষের জন্য কষ্ট রয়েছে অবধারিত। শীত কাল। এটা অনেকের কাছে রোমান্টিক মনে হতে পারে। তবে, কত মানুষ যে তীব্র শীতে কষ্ট পায় তার খবর কে রাখে? প্রতিবছর শীতকালে উত্তর বঙ্গে শৈত্যপ্রবাহ যেন একটা নিয়মিত ঘটনা।

মানুষ মারা পাবে এটাও যেন নিয়মিই। তারপর গ্রীষ্ম কালে বৈশাখী ঝড় যেন কেড়ে নিতে চায় মানুষের ঘরবাড়ি সব। কত মানুষ যে ঘরবাড়ি হারা হয়। বর্ষা তো আরেক মহাবিপদ। বর্ষায় নিয়ে আসে অপ্রতিরোধ্য বন্য।

ফসল,মাঠ, পথ, বাজার সব ভেসে যায় বন্যায়। মানুষ আশ্র য়ের জন্য পাগল হয়ে উচু সড়কে আশ্রয় নেয়। সাগরে যে কখন নিম্নচাপ সৃষ্টি হবে এটা কেউ জানে না। ৯ নম্বর , ১০ নম্বর বিপদ সংকেত যে কখন আসবে কেউ জানে না। সাইক্লোনের আঘাতে লাখ লাখ মানুষ বিপদে পড়ে।

প্রতি বছর এটা মানুষের ফসল কেড়ে নেয়। মানুষেল জীবন কেড়ে নেয়। আর সব চেয়ে বড় বিপদ হল, নষ্ট মানুষ আর নষ্ট নেতারা । যারা দেশের মানুষের ক্ষতি করে চলেছে অবিরত। মানুষ কোথায় যাবে? মানুষের যাবার কোন জায়গা নেই।

তার াঅনেক অসহায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.