রহস্যময় গ্যালাক্সি ঘুরে, অসীম আকাশে উড়ে আর সাগরের অতল গভীরে ডুবে আমৃত্যু পান করতে চাই ভালোবাসার অমৃত সুধা... যখন জন্মেছি একটি শর্ত নিয়ে জন্মেছি- যেতেই হবে। এই তো কিছুদিন হলো চলে গেলো টগবগে এক যুবক। রাত নেই, দিন নেই, ব্যস্ততার শেষ নেই। সাগরের অথৈ জলে সমর্পিত হতে হলো তাকে। অকালেই ঝরে যাওয়া সংগীতশিল্পী আবিদের কথাই বলছি।
আহা কত না সম্ভাবনাময় ছিল সে! শেষ! এই ছেলেটির শোক কাটতে না কাটতেই আরেক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় হারিয়ে গেলেন নিমিষেই মাশুক মুনীর ও তারেক মাসুদ সহ তরতাজা পাঁচটি প্রাণ। হায়রে কেউ কি বুঝতে পেরেছিল এভাবেই চলে যেতে হবে তাদের? সাংস্কৃতিক অঙ্গন যেন স্তব্ধ হলো মুহূর্তের জন্য। এভাবেই প্রতিনিয়ত আমরা স্তব্ধ হচ্ছি আবার নতুন আরেকটি দূর্ঘটনা এসে দাবিয়ে দিচ্ছে পূর্বের ঘটনাকে। কত রকমের কাহিনী আর চিত্র নাট্য প্রকৃতি যে লিখে যাচ্ছেন তা কি আমরা খেয়াল করছি? কেই করছি না। করবই বা কিভাবে? জ্যামে আর জটেই তো সব শেষ, কোথায় এবাদত, কোথায় বন্দেগী? কোথায় সংস্কৃতি কোথায় সাধনা? সব শেষ ঐ জ্যামে আর ঘামে আর দূর্ঘটনায়।
মানুষের মৃত্যু হবে এটাই স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক সব কিছুই যেন আমাদের কোনো ভাবেই পিছু ছাড়ছে না। তাই প্রতি মুহূর্তে মৃত্যুকে আমরা স্মরণ করার সময় না পেলেও মৃত্যু ঠিকই আমাদের স্মরণ করছে! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।