আমাদের কথা খুঁজে নিন

   

শঙ্খ ঘোষ ‘র কবিতা মতবাদ

যারা দাড়িয়েঁ ছিল তাদের শিরদঁাড়ার মধ্যে গড়িয়ে গিয়েছি আমি যারা কথা বলছিল, ঢুকে গিয়েছি তাদের স্বরনালিতে এখন আমি ঢুকে পড়তে পেরেছি সমস্ত কোণে কোণে হামাগুড়ি দিয়ে কিংবা বুকে হেঁটে সুড়ঙ্গপথে কিংবা পিছল পথে আর কোন ভয় নেই এখন আমার কোন শরীর নেই চারদিকে এখন বইছে সুবাতাস সব ডালপালাই চেনা পাতা নড়ার শব্দ না হলেও আমি টের পাই এমনকী দরকার হলে আমিই নাড়িয়ে দিই পাতা কখনো কখনো আমি বলে উঠি- ঝড় ওরা বলে – ঝড় আমি বলি – ঝড় থেমে গেছে ওরা বলে – থেমে গেছে অধিরাজ যে-কোনো ঝড়কে আমি মুঠোয় ঘোরাতে পারি আজ!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।