আমাদের কথা খুঁজে নিন

   

শঙ্খ নদীর তীরে .....

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

সময়ের হিসেবে হয়তো দু'বছর খুব বেশি নয়, তবে কারো কারো কাছে তা দু'যুগেরও বেশি। তাই প্রতিটি ক্ষণে, একান্ত অনুভবে ফিরে পেতে চেয়েছি ধুলো ওড়া পথ, বর্ষার প্রথম জল, শেষ বিকেলের মরে যাওয়া রং, গোধূলীর মায়া কিংবা জল-জোছনায় নিসর্গের ছবি। মাটির সোদা গন্ধে প্রাণের এমন আকুলি বিকুলি আগে কখনো এতো সূক্ষভাবে হৃদয়ঙ্গম করতে পারিনি। এখন আমি জেনে গেছি, নি:শব্দের যে ছবি আঁকে প্রকৃতি তার মাঝেও অদ্ভুত সুর আছে, ঝিলিমের নিস্তরঙ্গ জলে ক্ষণিকের অস্তরাগে ঢেউ তোলা সাত রং-এ গোপন আর্তি আছে। তাই ফিরে ফিরে আসি শঙ্খ নদীর তীরে, আমার ছেলেবেলার হারিয়ে যাওয়া সাতরঙা ঘুড়িটিকে খুঁজে ফিরি সারা সন্ধ্যাবেলা। বি.দ্র : নীচের ঠিকানার ব্লগটি আমার নয়। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।