আমাদের কথা খুঁজে নিন

   

একটি বিষন্ন এলিজি

কেবলই নিজেকে খুঁজছি সূর্যটা যদি আবার পূবে চলে যেতো অন্ধকার ভেঙে দিনটা যদি আবার শুরু হতো নতুন ভাবে- ঘুম ঘুম চোখে আড়মোরা ভেঙে পাশে শুয়ে থাকা নারীর কাঁধ ছুঁয়ে বলতে ক্যাথরিন, ওঠো, দেরি হয়ে যাবে আমাদের শূটিং স্পট দেখতে যেতে হবে মানিকগঞ্জ। কিংবা দিনটি যদি মুছে যেতো পৃথিবীর দিনপঞ্জি থেকে খুব কি ক্ষতি হতো- লক্ষ-কোটি দিনের ভিড়ে একটি বিষন্ন কালো দিন মুছে গেলে! আবার যদি চায়ের কাপে উঠতো ঝড়! বিষয় চলচিত্র। এই নিয়ে কতো তর্ক-বিতর্ক সবকিছু থেমে না গিয়ে বদলে যেত টেলিভিশনের খবর! তুমি কি জান, তোমাকে হারিয়ে কতোটা বিষন্ন মাটির ময়না, শাখের চর! জানি এসব কিছুই হবে না সূর্যটা আবার কাল ভোরে উঠবে প্রতিদিনের মতো- ততক্ষণে তুমি ইতিহাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.