চিলিতে জাতীয় শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্র-শিক্ষকদের সঙ্গে বুধবার দাঙ্গা পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে । প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার নেতৃত্বাধীন রক্ষণশীল সরকারের প্রস্তাবিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চেয়ে গত দুই মাসের মধ্যে এটি পঞ্চম বিক্ষোভ। শান্তিপূর্ণ মিছিলটি বিক্ষিপ্ত হয়ে পড়ে যখন একদল তরুণ লা মোনেদায় প্রেসিডেন্ট প্রাসাদের নিকটে লাঠিসোটা ও পাথর নিয়ে দাঙ্গা পুলিশের সংঘর্ষে লিপ্ত হয়। এসময় তারা রাস্তার ল্যাম্প ও আশাপাশের বিল্ডিংয়ের জানালার কাচ ভেঙে ফেলে ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, উচ্চ শিক্ষার ব্যয় জনগণের সামর্থের মধ্যে রাখা। চিলিতে বেশিরভাগ শিক্ষার্থী সরকারি বিশ্ববিদ্যালয়ের সংকট ও অপ্রতুল অনুদানের কারণে ঋণ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়। Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।