৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ল্যাটিন আমেরিকার দেশ চিলিতে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে, ভূমিকম্পের পর চিলি ও পেরুতে সুনামি সর্তকতা জারি করা হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেওয়া হয়। এছাড়া উপকূলীয় এলাকায় ২.৪ ফুট উচ্চতার ঢেউ লক্ষ্য করা গেছে।
ইউএসজিএস সার্ভে জানায়, স্থানীয় সময় বুধবার রাতে চিলির উত্তরাঞ্চলীয় উপকূল ইকুয়িকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উপকূলীয় বন্দর ইকুয়িক থেকে ১২ মাইল দক্ষিণে সমুদ্রগর্ভ থেকে ১২.৪ মাইল গভীরে। নিচু এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা ৭.৪ বলা হলেও পরে তা বাড়িয়ে ৭.৬ করা হয়। মঙ্গলবার ও বুধবারের ভূমিকম্পের স্থান একই।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাতে একই এলাকায় ৮ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৬ জনের প্রাণহানি ঘটে। সে সেময় জারি করা হয় সুনামি সর্তকতা।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।