চিলির উপকূলে ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দক্ষিণ ও মধ্য আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
দেশটির উত্তরাঞ্চলীয় খনি শহর লিকুইকের ৮৬ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে ৬ ফুট উঁচু সামুদ্রিক ঢেউ আঘাত হানার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের পরপরই উপকূল এলাকার বাসিন্দাদের উঁচু এলাকায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ৪৬ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা ৪৬ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে। সমুদ্র তলদেশের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।
হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা সেন্টার কয়েকটি দেশের উপকূলের তিন হাজার মাইলের মধ্যে বাস করা বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আজ বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে প্রশান্ত মহাসাগরের তীরবর্তী লাতিন আমেরিকার সব দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। পরে চিলি ও পেরু ছাড়া বাকি দেশগুলো থেকে সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়।
উপকূলের লোকজনকে সরিয়ে নিতে দেশটির নৌবাহিনী কাজ করছে বলে জানিয়েছেন চিলির জাতীয় জরুরি বিভাগের কর্মকর্তা রিকার্ডো টরো। চিলির নৌবাহিনী জানিয়েছে, ভূমিকম্পের প্রায় ৪৫ মিনিট পর চিলির উপকূলে ছয় ফুট উচ্চতার বেশ কয়েকটি ঢেউ আছড়ে পড়ে।
সুনামি সতর্কতা জারির পরপরই চিলির ভূমিকম্প উপদ্রুত উপকূলীয় এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা।
সুনামির প্রথম ঢেউটি উত্তর উপকূলে সর্বপ্রথম আঘাত হেনে দক্ষিণের দিকে এগিয়ে যায় বলে জানিয়েছেন ভেরোনিকা ক্যাসটিলো নামের এক প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, ‘রাস্তার সব বাতি ধ্বংস হয়ে গিয়েছিল। আর মানুষজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করছিল।
ভূমিকম্পের পরেও বেশকিছু ছোট কম্পন অনিুভূত হয়েছিল। ’
এর আগে ২০১০ সালে চিলিতে ৮.৮ মাত্রার ভূমিকম্পে আঘাত হানায় বেশ কয়েকটি শহরে সুনামি হয়েছিল। সূত্র : এনডিটিভি।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।