চিলিতে শনিবারের ভয়াবহ ভূমিকম্পে তিনশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে৻
বিবিসির সংবাদদাতা কেট ম্যাক গাওয়েন জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরো অনেক বেশী হওয়ার আশংকা করা হচ্ছেনা৻
সরকার দুর্গতদের সহায়তায় সম্ভব সব কিছু করা হচ্ছে বলে জানিয়েছে৻
ভূমিকম্পে যাঁরা প্রাণে বেঁচে গেছেন, এখন তাঁরাও উদ্ধারকাজে অংশ নিচ্ছেন৻ ধ্বংসাবশেষের ভেতর থেকে প্রয়োজনীয় জিনিস খুজে বের করার চেষ্টা করছেন৻
ভাঙ্গা ব্রিজের নীচে চাপা পড়ে আছে অনেক যানবাহন৻ পৃথিবীর ইতিহাসে অন্যতম শক্তিশালী এই ভূমিকম্পে লাখ লাখ ঘরবাড়ী ধ্বংস হয়ে গেছে৻
ভূমিকম্প কেন্দ্রের আশেপাশের এলাকা থেকে ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে৻
চিলির প্রেসিডেন্ট মিচেল ব্যাচেলেট জানিয়েছেন, ভূমিকম্পে কমপক্ষে বিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন৻ তাঁর ভাষায় প্রকৃতি তাঁর দেশকে বড় ধরণের পরীক্ষার মুখোমুখি করেছে৻
তিনি আরো বলেছেন, প্রয়োজনীয় সেবা ব্যবস্থাগুলো দ্রুত চালু করার সব রকম চেষ্টা করা হচ্ছে৻ তবে অনেক কাজ এখনও বাকি আছে৻
কনসেপসিয়ন শহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৻ ভূমিকম্প কেন্দ্রের প্রায় তিনশ কিলোমিটার দূরে রাজধানী সান্তিয়াগোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৻
প্রেসিডেন্ট দেশের ছয়টি অঞ্চলকে দুর্গত এলাকা বলে ঘোষণা করেছেন৻
ব্রিটেনে চিলির রাষ্ট্রদূত রাফায়েল মোরেনো জানিয়েছেন, দুর্গতদের সাহায্যে একটি কার্যকর অবকাঠামো আগে থেকেই ছিল এবং সেটাই এখন কাজ করছে৻
তিনি জানাচ্ছেন, পরিস্থিতি এখন ক্রমশঃ নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে৻ যদিও আফটার শক হচ্ছে এখনও এবং অন্তত ঊনচল্লিশবার ভূকম্পন অনুভূত হয়েছে৻ এর মধ্যে একটির মাত্রা ছিল রিখটার স্কেলে ছয় দশমিক নয়৻
বিবিসির ম্যাক গাওয়েন জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি৻
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন. চিলি চাইলে তাঁরা সাহায্য দিতে তৈরী আছেন৻ আরো কয়েকটি দেশ চিলিকে সাহায্য দেবার প্রস্তাব দিয়েছে৻
তবে প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট আন্তর্জাতিক সহায়তার আবেদন জানাননি৻ তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে হেইতির মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিল, একইভাবে এখন সবাই চিলির দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে৻
সান্তিয়াগো থেকে বিবিসির সংবাদদাতা গিডিয়ন লং জানাচ্ছেন, ভূমিকম্পের পর চব্বিশ ঘন্টা পার হলেও এখনও রাজধানীতে বিদ্যুৎ ও পানির সরবরাহ নেই৻
শহরের নতুন ভবনগুলো তেমনভাবে ক্ষতিগ্রস্ত না হলেও পুরো ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৻ তবে সাহায্য এসে পৌঁছাতে শুরু করেছে৻
চিলিতে এর আগেও বড় ধরণের ভূমিকম্প আঘাত হেনেছে৻ তাই এমন দুর্যোগ মোকাবেলায় কর্তৃপক্ষের প্রস্তুতি ছিল বলে জানাচ্ছেন গিডিয়ন লং৻
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।