সংশোধনমূলক সমালোচনা গ্রহন করার ইচ্ছে একটা বিষয় কোনোভাবে বুঝিনা হঠাত পাহাড়ি নৃগোষ্ঠীকে নিয়ে এত মাতামাতি , দেশের কিছু বাংগালি সুশীলও দেখি এইটা নিয়ে খুব হইহল্লোড় করতেছে। যেমন আলু পত্রিকাই জাফর স্যারের আবেগধমী লেখা । বাংলা নিউজ ২৪ এ "আবার কি যুদ্ধে যাবে পাহাড়ি? এই শিরনামের লেখা। এছাড়া দেশের কিছু সুশীলের কড়া কড়া মন্তব্য ইত্যাদি ইত্যাদি ।
অব্যশই স্বীকার পাহাড়ি নৃগোষ্ঠীকে ন্যায্য অধিকার দেওয়ার প্রয়োজন ।
কিন্তু যে ধরনের লেখা লিখা হচ্ছে এবং যে ধরেনের মন্তব্য করা হচ্ছে তাতে পাহাড়ি নৃগোষ্ঠীকে অধিকার অন্যভাবে আদায়ের জন্য influnce করা হচ্ছে না? যেটা হলে অন্তত আমাদের দেশের জন্য সুখকর হবে না ।
সারাজীবন দেখলাম ও শুনলাম তারা উপজাতি এবং এইটা নিয়ে তাদেরও কোনো সমস্যা ছিল না হঠাত কি এমন হল বাংগালি সুশীলদের তাদের চেয়ে বেশী লাফালাফি করতে হচ্ছে।
সবাই শুধু ঐখানে অবস্থান করা বাংগালি ও বাংলাদেশ সেনাবাহিনীর আইন লঙ্ঘন দেখে কিন্তু পাহাড়িদেরটা কার চোখে পরে না। এই লিংকে গেলে দেখা যায় http://en.wikipedia.org/wiki/Chittagong_Hill_Tracts_Conflict
সংখ্যাগত দিক হিসাব করলে পাহাড়িরাতো বাংগালি ও বাংলাদেশ সেনাবাহিনীকে ছাড়িয়ে গেছে।
আশা করি সরকার এইটার ব্যাপারে কোনো ছাড় দিবে না।
আমরা সবাই এক দেশের নাগরিক , সবাই বাংলাদেশী ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।