মিথ্যের সাথে বাড়ন্ত সহবাস ঘাবড়ে দিচ্ছে নিত্যদিন । সত্যি আর মিথ্যের মাঝখানে একটুকরো শেকড়ের মতো আটকে থাকা এই আমি , প্রাণপণ লড়ছি বেরিয়ে আসার । বিভীষণের মতো ঘুণপোকা ধীরে ধীরে শেষ করে ফেলছে সত্যির শেকড় । আমি বন্দি হয়ে যাচ্ছি মিথ্যের বৃত্তে । উদ্ভ্রান্ত - পাগলপ্রায় আমায় , খুব সন্তর্পণে মাকড়শার মতো জড়িয়ে ফেলা মিথ্যে ; অপেক্ষা করে আছে পরাজয়ের । অসহায়ের মতো আমি হাতড়ে বেড়াই আলোর শেষ ঠিকানা । জানি তা হবার নয় , কুয়োর ব্যাঙ কেমন করে পাবে সমুদ্রের আশ্রয় ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।