ঘটনা-১ এবার ঈদুল ফিতরের দিন বন্ধুবান্ধব সহ বাড়ীর সামনে পুকুর ঘাঁটে বসে আড্ডা দিতেছি আর মহানন্দে মোবাইল টিপতেছি।অনেকেই আসা যাওয়া করছে এসময় বাড়ীর পিচ্চি একটা মেয়ে ও এসেছে (পিচ্চি বলতে ক্লাস ফাইভে কি সিক্সে পড়ে) ঈদের দিন স্বভাবতই সাজগোজ করেছে কিন্তু বিশেষ ভাবে লক্ষ করিনি।কিছুক্ষন পর মেয়ে হঠাত্ ভাব নিয়ে চেঁচিয়ে বলল "ছবি তুলবেন তো বলেন সুন্দর কইরা দাড়াই। এত লুকায়া ছবি তোলার কি দরকার" কিছুক্ষন পর বুঝলাম যে আমাকেই বলছে আমি এত মানুষের সামনে পুরা হতভম্ব ও বিব্রত।বিষয়টা আমি আমার কল্পনার ধারে কাছেও নাই।কিছু বললাম না কিছুক্ষন অবাক হয়া তাকায়া রইলাম আর ভাবলাম বাহ ক্লাশ ফাইভের একটা মেয়ের ভিতরে ও তাইলে লুকায়া ছবি তোলার মত কিছু আছে !!!
ঘটনা-২ তখন এ এ এফ এ ক্লাশ টেনে পড়ি একদিন কি জন্যে যেন প্রিন্সিপাল স্যার এর রুমে গিয়েছি দেখলাম একটা বাচ্চা মেয়ে বেরিয়ে যাচ্ছে যাওয়ার পর স্যার বললেন
মেয়েটা কে চেন?
ক্লাশ টু তে পড়ে তোমাদের বাবুর্চীর নামে বিচার দিতে এসেছে। একটু অবাক হলাম বাবুচীঁর নামে আবার কি বিচার?
স্যার হেঁসে বললেন তোমাদের বাবুচীঁ নাকি ওকে নাস্তা খেতে বলেছে? আর মেয়েটা নাস্তা না খেয়ে বিচার দিতে চলে এসেছে ওর ধারনা বাবুচীঁর কোন খারাপ মতলব আছে।
আমি অবাক হয়ে কিছুক্ষন স্যারের দিকে তাকিয়ে রইলাম তারপর আবার জিজ্ঞেষ করলাম স্যার ও কোন ক্লাশে পড়ে?
ঘটনা দুইটা পজেটিভ না নেগেটিভ বোঝার সাধ্যি আমার নেই।তবে আমি বিব্রত আমি হতভম্ব
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।