সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ে ভীষণ বিব্রতকর অবস্থায় সময় পার করছেন অভিনেত্রী শর্মিলী আহমেদ। চলতি সপ্তাহে তিনি অবগত হন যে ফেসবুকে তার নামে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে কে বা কারা ব্যবহার করছেন। বিষয়টি জানার পর তিনি অ্যাকাউন্টটিতে যান। সেখানে গিয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে নানা ধরনের বাজে মন্তব্য দেখে অবাক হন। শর্মিলী বলেন, 'সত্যিই আমি হতাশ হয়েছি, কষ্ট পেয়েছি। এটা যিনি বা যারাই আমার নামে ব্যবহার করছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, প্লিজ এ ধরনের অপব্যবহার বন্ধ করুন। কারণ আমার ব্যক্তিজীবনে এ ফেসবুক নিয়েই ঝামেলা সৃষ্টি হতে পারে। সবাইকে অনুরোধ, অ্যাকাউন্টটি রিপোর্ট করুন।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।