জাকির
সময়টা সত্যিই খারাপ যাচ্ছে অস্ট্রেলিয়ার। ভারত সফরে গিয়ে সব কটি ম্যাচেই হেরে ফিরে এসেছে পন্টিং বাহিনী। দেশের মাটিতেও একটি টি-টোয়েন্টি আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে ২৮ বছর পর নিজেদের মাটিতে শ্রীলঙ্কার কাছে প্রথমবারের মতো সিরিজ পরাজয় নিশ্চিত হয়ে গেছে অসিদের। এখন সামনে আছে হোয়াইটওয়াশের আশঙ্কা। সব ধরনের ক্রিকেট মিলিয়ে টানা সাতটি ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। অবধারিতভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি ক্রিকেটে অস্ট্রেলিয়ার প্রবল আধিপত্যের অবসান ঘটতে যাচ্ছে? অধিনায়ক রিকি পন্টিং অবশ্য এসব কথায় কান না দিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটের এ ভয়াবহ বিপর্যয়েরই অবসান ঘটাতে চান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।