চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা
একজন ধার্মিক মহিলা প্রতিদিন ভোরে ঘরের দরজা খুলে সামনে দাড়িয়ে চিৎকার করে বলতেন, "সব প্রশংসা খোদার"
তার এই চিৎকার পাশের বাড়ির নাস্তিককে খেপিয়ে তুলত।
সে সবসময় ধার্মিক মহিলার কথার প্রতিউত্তরে চিৎকার করে বলত
"খোদা বলে কিছুই নেই"
একদিন সকালে নাস্তিক আস্তিককে খাবারের জন্য প্রার্থনা করতে শুনল।
নাস্তিক চিন্তা করল একটু মজা করা যাক।
সে খুব ভোরে উঠে আস্তিকের দরজার সামনে আগে থেকে কিনে রাখা কিছু মাংস আর শাক শবজি রেখে দিল।
পরেরদিন সকালে আস্তিক দরজা খুলে দেখল খাবার।
তখন চিৎকার দিয়ে বলে উঠল " সব প্রশংসা খোদার, খাবারের জন্য তাকে ধন্যবাদ।"
নাস্তিক দমফাটা হাসি হাসতে হাসতে কোনমতে চিৎকার করে বলল, "এর জন্য খোদা না আমি প্রশংসার যোগ্য।
ধার্মিক মহিলা সামান্যতম চিন্তা না করেই চেচিয়ে বললেন, সব প্রশংসা খোদার, খাবারের জন্য তাকে ধন্যবাদ, আরও ধন্যবাদ নাস্তিককে খাবারের দাম পরিশোধে বাধ্য করার জন্য ।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।