আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি আমার মত সাধারন মানুষ যারা । জীবনধারন নিয়ে এত ব্যস্ত যে ধর্ম নিয়ে চিন্তা করারও সময় পায়না । তারা ধর্ম বিশ্বাস নিয়ে থাকতে ভালবাসে।আমি বল্গে এসে প্রথম জানতে পারি বাংলাদেশে পুরোপুরি নাস্তিক আছে আবার আস্তিক নাস্তিক নিয়ে বিতর্ক চলে ব্যাপকভাবে। এই বল্গগুলো পরতে পরতে আমার যেটি মনে হল আস্তিকদের মুল বিষয় হল বিশ্বাস। আর নাস্তিকরা চায় প্রমান।এখন এগুলো পরতে পরতে হঠাত আমার মনে একটা প্রশ্ন জাগলো নাস্তিকরা যখন বিয়ে করে তখন তারা কি ধর্মিয় অনুশাসন মেনে বিয়ে করে যেমন মুসলমানরা কবুল বলে হিন্দুরা সাতপাক দেয় এবং মিত্যুর সময় তারা কি জানাজার নামাজ এর অথবা চিতায় তাদের পুড়ানোর বিরোধিতা করে অথবা তাদের যাতে কবর না দেওয়া হয় সেই ব্যাপারে তারা কি বলে যায় ।কারন এগুলো তো সব ধর্মীয় অনুশাষন যদি তারা বিয়ের সময় কবুল পরে আর মিত্যুর সময়ধর্মীয় অনুশাষন মেনে তাদের কবর দেওয় হয় তাহলে কি তারা পুরোপুরি নাস্তিক হতে পেরেছে নাকি নাস্তিকরা তাদের প্রয়োজনে ধর্মকে ব্যবহার মাধ্যমে নিজেদেরকে প্রতারক হিসাবে জাহির করে। ** আস্তিক নাস্তিক নিয়ে এটি আমার প্রথম ও শেষ পোষ্ট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।