কিছু জীবনবোধ
চোখেঁ চোখেঁ কথা হবে ,
মুখে হবে না।
ভালোবেসে যাব শুধুই,
পাওয়া হবে না।
অনুভবে রবে তুমি সারাটা সময়,
কাছে তবু পাব না আমি এ জীবন ধারাই।
তোমার ছোয়া পাব আমি অদৃশ্য ধারায়,
তবু তুমি বুঝবে না যে স্পরশ করছ সব সময়।
চোখঁ বুজলেই দেখি আমি তোমার মুখের হাসি,
ঐ হাসি দেখতে আমি বড়ই ভালবাসি।
ভালবেসে যাব আমি তোমায় সারা জীবন,
যদিও জানি পাবনা আমি তোমার ঐ মন।
চাই যে আজ কাদঁতে অঝর ধারায়,
তুমি আমায় করুনা করে ভালবাসবে এই ভয়ে হাসছি অঝর ধারায়।
ভালবেসে ভালবাসা চাই,
করুনা করনা তুমি আমায়,
নিস্থব্ধ এই রাতে সুধু একটা কথাই বলতে চাই,
তোমাকে ছাড়া আমি বরই অসহায়।
এ জীবন কি কাটাতে হবে সুধুই বিশ্বাসে পেয়ে তোমায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।