আমি অনেকবার চেষ্টা করেছি
ভূলে যাবো সেই রক্তাক্ত দুঃসময় দিনগুলোর কথা
যেদিন পুড়ে ছাই হয়েছিলো
আমাদের সবুজাভাব গ্রাম, পাকা ধানক্ষেত,সরষে ফুল
উঠানের কোনে মাথা উচু করে দাড়িয়ে থাকা কৃষ্ণচূড়া
পুড়ে লাল হওয়া মায়ের সবুজ শাড়ী
যে শাড়ী ধারন করে ছিলো আমার স্বদেশ।
কিন্তু না!
তখনই আমার চোখের সামনে ভেসে উটে
নির্যাতিত বোনের নির্বাক বিষন্ন ক্লান্ত মুখ
অতিসযতেœ রাখা প্রেমিকার পোড়ে যাওয়া চিঠি
গ্রামজুড়ে আর্তনাধের করুন ধ্বনী
প্রমুখ কিছু দুঃস স্মৃতি
আমাকে পোড়ায় দুঃসযন্ত্রনায়
বিক্ষুব্ধ করে
বুকের গভীরে জন্ম নেয় ঘৃনার পর্বত।
মায়ের বেদিতে
বোনের বেদিতে
গ্রামের বেদিতে
আমি প্রতিদিন ভালোবেসে একটি করে ফুল রেখে দেই
ঠিক তার বিপরীত
আমি পশ্চিমে ছুড়ে মারি একরাশ থু..থু.. \
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।