আমাদের কথা খুঁজে নিন

   

অনভিপ্রেত চাওয়া

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯) প্রেমিকা নয় বন্ধু নয় আমি কেবল চাই একটুখানি আশ্রয় বাবুইপাখির মত ছোট্ট কুঁড়ের ধারে ফিরে আসার ব্যাকুল তাড়ার অনুভবে আমি ব্যস্ত দিনের পথ ধরে ধরে সন্ধ্যার উপকূলে ভিড়তে চাই বাবুইপাখির মত একটুখানি আশ্রয় পাখির পালকের ওমে পালকের চৌকাঠ ঘুমিয়ে পড়া হাতের আলনায় কবিতার মলাট আলতো তুলে নেবার মত হাত রিনিকঝিনিক চুড়ির সেতারে দুমুঠো অন্ন ভাগ করে নেবার মত আমার প্লেটটির পাশে আরেকখানি পথের সন্ধ্যায় রাত্রির আনাগোনায় কারো সজল চোখ নীরব অভিমানি আরো একটি চেয়ার আমার চাঁদ দেখা বারান্দায় চোখ ফেলে চেয়ে থাকা আমার লেখার খাতায় দোয়াতের কালি ঢেলে ঢেলে হাতের মুঠোয় পেইন্টিং বেখেয়ালি একটি ঘরে আরো একটি নিঃশ্বাস একটু ওমের ভাঁজে ভাঁজে কানের কাছে গুনগুন রবীন্দ্রনাথ হাতের নাগালে হাতের পরশ অকবিতাটারও মুগ্ধ পাঠক খুনসুটি অভিমান ক্লান্ত দেহ টেনে টেনে প্রতিটি দিনের শেষে ঘরে ফেরার আহবান আমি আর কিছুই চাই না কোনো প্রেম অথবা কোনো বন্ধুতা কেবল বাবুইপাখির মত পালকের ওমে জড়িয়ে থাকা একচিলতে আশ্রয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.