আমাদের কথা খুঁজে নিন

   

অনভিপ্রেত সম্পর্কের দায়ে আফগানিস্তানে কানাডিয়ান জেনারেলের অপসারণ



অনভিপ্রেত সম্পর্কের দায়ে আফগানিস্তানে কানাডিয়ান জেনারেলের অপসারণ নতুনদেশ ডটকম ‘প্রেম এবং রনাঙ্গনে কোনো কিছুই অনৈতিক নয়’- প্রচলিত এই প্রবাদবাক্যটি মিথ্যে প্রমান করে দিলো কানাডার সেনা কর্তৃপক্ষ। আফগান রনাঙ্গনে অধ্বস্তন সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে তার বড় ধরনের খেসারত দিতে হচ্ছে আফগানিস্তানে কানাডীয়ান সেনাবাহিনীর প্রধান ব্যক্তিটিকে। ব্রিগেডিয়ার জেনারেল ড্যানিয়েল ম্যানার্ডকে ইতিমধ্যে দায়িত্ব থেকে অপসারন করা হয়েছে, দ্রুত কানাডায় ফিরে এসে সম্ভাব্য কোর্ট মার্শালের মুখোমুখি হতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, ব্রিগেডিয়ার ম্যানার্ড তারই ব্যক্তিগত স্টাফ একজন মহিলা সৈনিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, সেনাআইনে যাকে অভিহিত করা হচ্ছে ‘অসঙ্গত সম্পর্ক’ হিসেবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মিডিয়াকে বলেছেন, তার ব্যক্তিগত স্টাফদের একজনের সঙ্গে অনভিপ্রেত সম্পর্কে জড়িয়ে রনাঙ্গনে সেনাবাহিনীর একটি ইউনিটের নেতৃত্বে থাকার প্রয়োজনীয় আস্থা নষ্ট করে ফেলেছেন।

উল্লেখ্য, কানাডার সেনাবাহিনীর আইনে রনাঙ্গনে দায়িত্বরত সেনাসদস্যদের কোনো ধরনের ব্যক্তিগত, আবেগতাড়িত কিংবা যৌন সম্পর্কিত সম্পর্কে জড়িত হওয়া সম্পূর্ণ বেআইনি। ব্যক্তিগত জীবনে ব্রিগেডিয়ার ম্যানার্ড বিবাহিত এবং তার স্ত্রীও সেনাবাহিনীর একজন উর্ধ্বতন কর্মকর্তা। মেজরা জুলি ফরটিন কুইবেকে কানাডীয়ান সেনাবাহিনীর লজিস্টিক একটি কোম্পানির দায়িত্বে নিয়োজিত রয়েছেন। স্বামীর কীর্তি তার কানেও গিয়েছে, কিন্তু তিনি এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেন নি। তিনি শুধু ব্রিগেডিয়ার ম্যানার্ড কানাডায় ফিরে এলে তার সঙ্গে দেখা করতে চেয়েছেন।

আফগানিস্তানে কানাডা ও মার্কিন সেনাদলের শীর্ষ কমাণ্ডার ব্রিগেডিয়ার ম্যানার্ড এর বিরুদ্ধে অবশ্য আরো কিছু অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। কানাডার সেনাবাহিনী প্রধান আফগানিস্তান সফরে গেলে তাকে হেলিকপ্টারে তুলে দেওয়ার সময় হঠাৎ করে তার পিস্তল থেকে দুই রাউণ্ড গুলি বেরিয়ে যায়। ম্যানার্ড অবশ্য সেটিকে নিছকই দুর্ঘটনা হিসেবে উড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু একজন সৈনিকের অস্ত্র রক্ষনাবেক্ষনে খামখেয়ালিপনার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। সামরিক আদালতে তিনি অপরাধ স্বীকার করেন।

আদালত তাকে সাড়ে ৩ হাজার ডলার জরিমানা করে। এখন তাকে আরেক দফা সামরিক আদালতের মুখোমুখি হতে হচ্ছে অধীনস্থ মহিলা সৈনিকের সঙ্গে অনভিপ্রেত সম্পর্ক স্থাপনের দায়ে। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.