আমাদের কথা খুঁজে নিন

   

অনভিপ্রেত বাগ্‌যুদ্ধ

বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকদের কর্মস্থানের নিরাপত্তা পর্যবেক্ষণে প্রাথমিক পর্যায়ে ১০টি কারখানা প্রদর্শন করেছেন ইউরোপীয় ক্রেতাদের সমন্বয়ে গঠিত পরিদর্শক দল অ্যাকর্ড। পরিদর্শনকালে তারা এসব কারখানার বেশ কিছু ত্রুটি চিহ্নিত করে সেগুলো ত্রুটিমুক্ত করার পরামর্শও দিয়েছেন। তবে পরিদর্শক দলের পক্ষ থেকে বলা হয়েছে, কারখানা বন্ধ করার মতো কোনো ত্রুটি তাদের চোখে পড়েনি। পরিদর্শক দল বলেছে, ভবনের কাঠামোগত ও বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থার যে ত্রুটি তাদের চোখে পড়েছে তা ৩ থেকে ৬ মাসের মধ্যে সারিয়ে নিতে বলা হয়েছে। অ্যাকর্ডের কার্যক্রমকে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন গার্মেন্ট মালিকরা।

বাণিজ্যমন্ত্রীও বলেছেন, বাংলাদেশের গার্মেন্ট শিল্প নিয়ে বিদেশিরা ষড়যন্ত্র অাঁটছে। তবে ষড়যন্ত্র তত্ত্ব বাদ দিয়ে অ্যাকর্ডের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ার পরামর্শ দেওয়া হয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের পক্ষ থেকে। তাদের অভিমত অ্যাকর্ড যেহেতু বিদেশি ক্রেতাদের পরিদর্শন জোট সেহেতু তাদের সঙ্গে বিপরীতমুখী অবস্থান নেওয়া ঠিক হবে না। বিজিএমইএ'র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে চুক্তি অনুযায়ী ইউরোপীয় ক্রেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন পরিদর্শন চলাকালীন সময়ে কারখানার অর্ডার প্রত্যাহার করা হবে না। কিন্তু সে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।

শ্রমিকদের বেতন বাড়ালে গার্মেন্ট পণ্যের দাম বাড়ানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাও মানা হয়নি। তাদের মতে, রাতারাতি কারখানায় পরিবর্তন আনা সম্ভব নয়। অ্যাকর্ডের পক্ষ থেকে এসব অভিযোগ নাকচ করে বলা হয়েছে, কারখানা প্রদর্শনের অর্থ ষড়যন্ত্র নয়। প্রদর্শনের উদ্দেশ্য হলো শ্রমিকদের নিরাপত্তা। কারখানা প্রদর্শনকালে মালিকপক্ষের প্রতিনিধি ছাড়াও বাংলাদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত পর্যালোচনা কমিটিও কাজ করছে।

কোনো কারখানার বিষয়ে প্রশ্ন উঠলে সবার মতামতও নেওয়া হচ্ছে। অ্যাকর্ডের সঙ্গে গার্মেন্ট মালিকদের বাগ্যুদ্ধ দুর্ভাগ্যজনক। গার্মেন্ট শ্রমিকদের নিরাপত্তা সম্পর্কে মালিকপক্ষের দায়বোধের অভাব বিদেশি পর্যবেক্ষকদের কারখানা প্রদর্শনের সুযোগ সৃষ্টি করেছে। অ্যাকর্ডের সঙ্গে বাগ্যুদ্ধে জড়িয়ে পড়ার বদলে কীভাবে সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা যায় সেদিকেই গার্মেন্ট মালিকদের নজর দেওয়া উচিত।

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.