আমাদের কথা খুঁজে নিন

   

আনামের নামে

আজ একটা গল্প শুনাব। ঠিক যেন শেষ বিকাল এর মত ওকে ধরে রাখা বা কাছে নেয়ার জন্য আমার জন্য কনু রাস্তাই ছিল না। হয়ত ছিল কিন্তু কখনই ওকে কাছে নিতে পারি নি। আর দূরে সরাই দিসি। আমার বন্ধু।

নাম বলব না। আজ ওর জন্মদিন। খুব কাছের একটা মানুষ। আজ ওর জন্মদিন এর জন্য সুধু আজ ও খুসি না। আজ ও অনেক খুশি।

কারন আজকে একটা মেয়ে ওকে হ্যাঁ বলসে। একটা মেয়ে হ্যাঁ বলসে তাতে এত খুশি হয়ার মানে কি। না মানে আছে। এই সেই মেয়ে যে মেয়ে কে ও ওর মন দিয়ে পছন্দ করে। মানুষ হিসাবে আমি থার্ড ক্লাস।

ক্লাস এর শেষ ব্রেঞ্ছ এর আগের ব্রেঞ্ছ এর স্টুডেন্ট। আমার মাথাই বুদ্ধি নাই। এটা বলব না। জানেন। আমাদের পাড়াই কার গাছে কইটা আম ধরে এই সব তথ্য আমার কাছে সব সময় থাকে।

দুস্টামি তে আমাকে আজ ও কেও পিছন এ ফেলতে পারে নি। জীবন কে আমি যত ভাবে উপভোগ করসি আপনারা অনেকেই টা ভাবতে পারবেন না। রাত ২ টাই মনে হল এক জন কে দেখব। কোন কথা না বলে বাসার গেট খুলে বের হইয়া গেছি। জীবন আমার জন্য কিছুই না।

কিন্তু জীবন এর এক জাইগাই আটকা পরে গেসি। ওকে এখন ও ভালবাসি বলব না। এটা ও বলব না। যে ওকে অনেক মিস করি। আমার এই বন্ধুটা কে দেখে আমার ও নিজের জন্মদিন এর কথা মনে পরে গেল।

আমার জন্মদিন এ ও আমার হাত ধরছিল। সুধু মাত্র আমার বাউণ্ডুলে স্বভাব এর কারনে সব হারাইসি। দোস্ত আমার মত কখন ও ভুল করিস না। ওই মেয়ে কে সত্যি যদি ভালবাসিস সারা জীবন ভালবাসিস ওর হাত কখন ও ছারিস না। হ্যাঁ এর মূল্য দিস ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.