আমাদের কথা খুঁজে নিন

   

এ কে আনামের স্মরণ সভায় মুক্তা সংগীত

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

শ্রীমঙ্গলের প্রয়াত লোকজ শিল্পী ও সিলেট বিভাগের সংগীত জগতের ধ্রুব তারা সুরকার, গীতিকার ও শিল্পী একে আনাম যাকে মুক্তা ভাই নামে সবাই চিনতো। সেই প্রিয় মানুষটিকে স্মরণ করতে শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গল কচি কাচা ভবন চত্বরে আয়োজন করা হয় মুক্তা ভাই স্মরনে আলোচনা সভা। সংগীত জীবনে তার অসংখ্য স্মৃতি নিয়ে কথা বলেন, তার সহকর্মী সিলেটের প্রখ্যাত শিল্পী হিমাংশু বিশ্বাস, জামাল উদ্দিন হাসান বান্না, মালতি দে, আমিরুন্নেছাসহ তার হাতে গড়া সংগঠন সারগাম শিল্পী গোষ্ঠির ছাত্রছাত্রীরা। তার স্মৃতিচারণ করেন তার রাজনৈতিক সহযোদ্ধা জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ। সিলেট বেতারের আঞ্চলিক পরিচালকসহ আগত সুধীজন। তাদের কথায় বার বার ফুটে উঠেছে মুক্তা ভাইয়ের সেই সব কালজয়ী গান। তার জনপ্রিয় সেই গান ' সুরমা নদীর তীরে ...আমার ঠিকানা রে'..গানটিকে হিমাংশু বিশ্বাস বলেছেন সিলেটের জাতীয় সংগীত। তার অসংখ্য গানে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধ, গান বাংলার পালা গান, বিরহ বিচ্ছেদী গান। সর্বপরি তার আরেকটি গান যা তিনি লণ্ডন যাবার পর সেখানে সিলেটিদের নিয়ে লিখেছিলেন....সিলেট পাইলে যেমন তেমন..ঢাকাত পাইলে কইন আছন কেমন...লন্ডন পাইলেন কইন ও আমার সিলেটী ভাইসাব...ইত্যাদি তার অসংখ্য গান সময় হলে আরেক দিন লিখবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.