এটাকেই বোধহয় জীবন বলে
আনামের কাপল দের ইটিশ পিটিশ দেখিয়া
আমার মন মৈনা কাদিত অঝর ধারায়
কাক পক্ষীর শিরীরিতও জানিত না তাহা
আনামে কতদিন কাটিয়েছি একেলা বসিয়া।
সেদিন ঐ তর্কবাকের চিরচৌবীত আনামে দেখেছিনু তাকে
দেখে মুই হা করিয়া তাকিয়েছিনু পঞ্চ মিনিট,
মুখে ঢুকেছিল মশা
আগে আজিজে খেতাম,
এখন আনামে দাড়িয়ে খাই বিদ্রোহী শশা
ড্যান্ডি বাবু সেজে বসে ছিনু আনামের বেঞ্চে তাকে দেখিব আশায়
সে চলে গেল দেখা না দিয়া, বোধহয় তার বয়ফ্রেন্ডের বাসায়।
ও রমনী, হায় রমনী, বিলকুল রমনী
তোমায় দেখে হুদায় আমার কাপিল রক্ত ধমনী
তুমায় প্রস্থানে দেখিয়া আমার ছিড়িয়া গিয়াছিল ধরনী
ও রমনী, হায় রমনী, আনামের রমনী।
আনামে তুমি নুপুর খরিদিতে আসিয়াছো সঙ্গে বয়ফ্রেন্ড
একলা আসিলে কি হইতো?
আজাইরা সব জাগায় ছেলেবন্ধু নিয়া গমনই কি আজিকার ট্রেন্ড?
তুমি যখন আনামে ঢুকো চিকিরীত আসনে,
আমি তখন অভ্র বসুর "বাংলা স্ল্যাং" পড়িয়া হাসিতেছি
কিডনীতে তুলিয়াছি যাতনা
তা তো তুমি জানো না।
ইয়া রমনী, হায় রমনি, সুন্দরী রমনী
তোমায় দেখিয়া নার্ভাসনেসে কাপিয়াছিল হস্ত ও পদের ধমনী
হায় রমনী, বায় রমনী, আনামের রমনী।
গিড়িদরীবিহারীনি শুচাগ্র মোদীনি, যামিনী, কামিনী রমনী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।