আমাদের কথা খুঁজে নিন

   

একটি লাইব্রেরী এবং কিছু কথা. . .

দিনকয়েক আগের কথা, আমি ও বন্ধু মাহাদি দুজনে ল্যাবের কাজ শেষে শহরের প্রানকেন্দ্রে ইতস্ততঃঘুরে বেরাচ্ছি। হঠাৎ কি মনে হল উপসালা সেন্ট্রাল লাইব্রেরীতে একটু উকি দিয়ে আসি। বিশাল লাইব্রেরী, এক কথায় আমাদের পাবলিক লাইব্রেরীর চেয়েও অনেক বড়। হাজার হাজর বই। একটা সময় আবিস্কার করলাম শুধু সুইডিশ আর ইংরেজী সাহিত্যের বই -ই না আরও অনেক দেশের নামীদামী বই এখানে আছে।

এত বইয়ের মাঝে হঠাৎ করেই যেন নিজেকে হারিয়ে ফেলেছি অন্য এক জগতে। ঘুরতে ঘুরতে একটা সময় একটু থমকে দাড়াই কিছুটা ভুত দেখার মত। আমি ভুল দেখছি না তো? না্‌হ ঠিক ই তো আছে। একটা সেল্ফে শুধুই বাংলা বই প্রায় শ'খানেক তো হবেই। আনিসুল হকের মা'',জীবনানন্দ দাশের কবিতা,নজরুল, কি নেই এখানে? মনটা কোনো এক অজানা আনন্দে ভরে গেলো।

বিলম্ব না করে রিসেপশন এ গিয়ে মেম্বার হয়ে গেলাম এবং ওদের একটা ধন্যবাদ দিতে গিয়ে আবারও অবাক হলাম ও যখন বললো সামনের মাসে আরও ১০০ নতুন বাংলা বই আসছে এবং সদস্যরা চাইলে যেকোনো বই রুমে নিয়ে পড়তে পারবে এক মাসের জন্য কোনো ফি ছাড়াই। ভাবতে ভালই লাগছে বিদেশের মাটিতে বসেও আমরা দেশী সাহিত্য চর্চা করতে পারছি অথচ আমাদের দেশে আজও ভাল একটা লাইব্রেরী পাওয়া যায়না সাহিত্য চর্চার জন্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.