যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে সকালে বিন্দু বিন্দু রক্তের ফোটা শহীদের লাশের মধ্যে ঘ্রাণের মত হাত পা তুলে হাঁটতে চাইলো অথবা হেঁটেই গেলো বিন্দু বিন্দু রোদের মধ্যে ঘোরের মত মাথা উঁচিয়ে বুকের ভেতর থেকে তাতানো রাজপথে দ্রুততম যানের মত এই পদযুগলই নিয়ে যাবে গন্তব্যে, শিখরে দলাদলা চাবকানো হৃদপিণ্ডের রক্তমুখর স্লোগান তুলে ছুড়ে ফেলবো আশ্রয়, যদি হাত দিস সংবিধানে! আমাদের আশ্রিত সকল সমতল আর পাহাড়ী কলোনিতে এখনও যত অপাঠ্য সংবিধান - জৌলুসে, মোড়কে, ঝুলছে বহিরাগতের মত, আর ভেতরে, মানে আমাদের উঠোনে যত বাসন্তিক কাক উড়ে আসে দুর্মূল্যের প্রকোপে আরো দক্ষিণের অথবা যমুনার কোন চর থেকে লাশের জীবিত শরীরে, বিন্দু বিন্দু বুদ্বুদে, শহীদেরাও প্রকম্পিত স্লোগানে হাঁটতে থাকে ছুড়ে ফেলবো সংবিধান, যদি হাত দিস আশ্রয়ে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।