আমাদের কথা খুঁজে নিন

   

যাপিত বিস্ময়

যতটা জেনেছি বিস্ময় ততটাই তোমার অভিমানের দিকে গেছি তোমার অভিমান মানেইতো অতিপ্রাকৃতিক বিমূঢ়তার ছবি সে ছবির কাছেই আমি স্থির দর্শক; গ্যালারিতে কেউ নেই একা একা পড়ছি তোমাকে- তোমার অভিমান; কী অদ্ভূত! আজো তবে একই এক ঘোরের মধ্যে বর্ষা যাপিত হবে? একই বিষন্নতা সেই একই একঘেঁয়ে বৃষ্টি, যার ভেতর কোন উষ্ণতা নেই, তোমার চোখের মতো কোন উষ্ণতা; তোমর বুকের মতো... একই একঘেঁয়ে সন্ধ্যার পর ডুবে যাবে মন পানশালায় তবে বিস্ময় কোথায়, রক্তের কনিকার ভেতর বুদবুদায়িত রাগের সিম্ফনী- আমার বিহ্বলতা কোথায়? তোমার মৃত্যুওতো আমার দেখা হয়ে গেছে গত প্লাবনে। চমকে উঠার মতো এখন কি কোন কিছুই নেই যা আমাকে বাঁচার মন্ত্রণা দেবে আরবার?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।