আমাদের কথা খুঁজে নিন

   

যাপিত বর্তমান

আমি ক্লান্ত প্রাণ এক

১।
শিশিরের শব্দপতন শেষে স্নিগ্ধতাগুলো বুকের গহীনে লুকিয়ে রাখে বার্ধক্য শীত। উদাসী প্রেমিক পুষে রাখে মায়া তার একাকী পথচলায়। উদাসী প্রেম বুকে কেউ বেচেঁ থাকে শিশিরের মতন। শীতের কবিতাগুলো একে একে ঠাঁয় নেয় বসন্ত বন্দনায়।

তবু ভালবাসা বেঁচে থাকে তৃষ্ণার্ত ঠোঁটের আদরে । প্রতীক্ষার মহীরূহ সাজে আবার টুকরো টুকরো প্রাপ্তির সবুজে...

২।
তোমার মনের চোরাগলিতে আমার শুরু আমার অন্ত
রাখঢাক রেখে নির্দ্বিধায় বলে দিতে চায় শুভ বসন্ত।
মৃদু হাওয়ায় উদাসীন মন ভালবাসায় অশান্ত
ফুল ফুটবেই যা কিছু হোক আজ বসন্ত।
ঝরে পড়া স্মৃতি বেঁচে থাকা মূহুর্তে কভূ জ্বালালে আগুন
দুঃখ ভুলে গেয়ো গান আজ পয়লা ফাগুন।



৩।
কথা না রাখার বয়স যখন তেত্রিশ বছর
কি যায় আসে বলো এটা রাত নাকি ভোর।
কি লাভ মনে রেখে বলো আজ কোনদিন
যাকে ছেড়ে রেখে সব রাস উৎসব রঙিন।
যার হাতে নেই ভালোবাসার ১০৮ টা নীলপদ্ম
তোমারই জন্য এই ভ্যালেনটাইন পদ্ম।


মেনে নাও বরুণা আজ যেকোন নারী
ভালোবাসা ভালোবাসা বুলি ছাড়ো তাড়াতাড়ি।

৪।
ভেজা রাত পিছে ফেলে এগিয়ে চলা মূহুর্তে বারবার চোখের পর্দায় ভেসে আসে তোমার নিবিড় কুন্ডুলী ঘুম।
সমর্পনের প্রান্তিক বেলায় প্রগাঢ় আলিঙ্গনে শীতরাতেও তুমি প্রতিবারই ছিলে নিঃসংকোচ অথচ নিঝুম। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।