আমাদের কথা খুঁজে নিন

   

যাপিত কথন-২



১ মাঠের রুদ্রে ফেলে রেখেছি ফুল একটি কেবল একটি পাখি উড়ে গেল দূরে দেখেছি শাদা পথ- নীরব নিস্তব্ধ; মৃত নারীর ঠোঁটে রক্তিম কামড়ে জেনেছি আশৈশব, তারে বুঝি ভালোবাসি। ২ টেনে নেয়নি কোন রাতের নির্লিপ্ত অভিমান; অদূরে ভেঙ্গে ভেঙ্গে পড়ছে রাতের শরীর ডিঙ্গি নৌকায় হানা দেয় বাতাসের ফুল মুঠোর ভেতর বন্দী কণ্ঠস্বরে কামনার গুঞ্জন- গুনে গুনে খুন করি সাতটি প্রজাপতি - একটির রঙ কালো; কোন গূঢ় আকর্ষণে ভুলে যাইনি তার অবয়ব না তাকিয়েই অনুভব করি প্রজাপতির রঙ: লাল প্রজাপতিটি জানে বিষাদের গভীরতা- যেমনটি সন্ধ্যাতারা জানে গোলাপের নীল ব্যথা। ৩ দাঁড়াও; হেঁটে চলো; আবার দাঁড়াও- হুস- তোমার মসৃন মাটিতে ঘাস হয়? ঘাসফুল ফোঁটে? দৌড়াও, অথবা থেমে যাও; তুমি কি নদী বানাতে জানো? নীল নদীটা হবে বোধের - সবুজ নদী বয়ে যাবে অনন্তে - গাঢ় লাল নদীটা হবে আমার- আমি নিপুন ভাবে খুন করতে শিখে গেছি; ৪ বোধও তবে ভাইরাসের মত ভয়ঙ্কর সংক্রামক? ৫ মস্তিষ্কের গহীনে একটা শেপ মুদ্রিত হয় প্রতিক্ষণ- আমি তলিয়ে যেতে যেতে আনন্দে ভেসে উঠি এর চেয়ে কোন সুখ নেই- এর চেয়ে গাঢ় কোন দুঃখ নেই। ৬ ক্রমশঃ বিচ্ছিন্ন হয়ে পড়ছি; স্টেশন ছেড়ে যাওয়া ট্রেনের মত; পতনের অমোঘ প্রার্থনায় রাত্রি জেগে থাকি, ঘন ও আবেশময়; প্রার্থনা করি ২য় জীবনের। আঁচলেই ঢাকা আছে ২য় জীবন; ১৬১০২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।