আমাদের কথা খুঁজে নিন

   

যাপিত রস...১



দুই টাকার নোটের করুন অবস্থার কথা সবাই জানি আমরা, নতুন করে কিছু বলার নেই। এমন অযত্ন আর অবহেলা কেন যে এত্ত গুরুত্বপূর্ণ নোটটার উপর তার কোন হিসাব আমি মিলাতে পারিনা! বাংলাদেশে মনে হয় সবচেয়ে ব্যবহৃত নোট এটি। চা খাওয়া থেকে শুরু করে বাস/রিক্সা ভাড়া সব কিছুতেই এর ব্যবহার অপরিহার্য। আসলে এর ব্যবহারের লিস্ট বলে শেষ করা যাবেনা। প্রতিদিন এই নোটের ‘আখাস্তা’ চেহারা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি আমরা। তারপরেও কে না চায় একটা মোটামুটি সুন্দর নোট পেতে? এক বন্ধু চা খেয়ে বিল দিয়ে একটা দুই টাকার নোট পাবার পর দোকানীকে বলেছিল, “ভাই নোটটা এত দূর্বল কেন?” দোকানি এমন ভাবে তাকাল যেন এরকম কথা সে জীবনেও শোনেনি। এরকম অহরহ কথা প্রচলিত আছে বোধ করি এই নোটটি নিয়ে। আরেক বন্ধু বলল, খালি এই ‘নোংরা’ দুই টাকার জন্যই ওর মানিব্যাগ মাসে ১০ দিন অন্তর ধোয়া লাগে! বাংলাদেশে স্কচটেপ ব্যবহারের সবচেয়ে নিয়মিত এবং জনপ্রিয় জায়গা হচ্ছে মনে হয় এটি! আমার গল্পটা বলি, নাস্তা করে দোকানী কে টাকা দেবার পর ফেরত হিসাবে আমাকে যে একটা নোট ধরিয়ে দিল সেটা আর বলার মত না। জানি পালটিয়ে দিতে বললেই ‘রেডি করা’ কিছু না কিছু একটা শুনতেই হবে তারপরেও পালটিয়ে দিতে বলাতে বলল, “মামা, দুই টাকার কোন অচল নাই, আপনি খালি টাকার নাম্বারডা দিয়েন আমি ঐটা রাইখা দিমু! বলুন এর পরে আর কিছুকি বলা যায়? অফটপিক: সামনে যারা বি.সি.এস দেবেন তাদের জন্য একটা প্রশ্ন: দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে বলুনতো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।