যাপিত জীবন
একদা মানুষের কোলাহলে ছিলাম__ আপন পরিবারের মতোন
বাবার শত্রু আর মিত্র সন্তান সকলের সাথে___ঘর আর বাহির সমার্থক শব্দ
ভেবে মনের কুঠরিতে কিছু রাখিনি__
এখন দেখি__ ভদ্রবাবাদের সন্তানসকল স্বার্থের গহবরে বিষধর সর্পের মতোন মুখ গুজেঁ দিয়ে
লুটে নিয়েছে আমার সর্বস্ব__পাচার করেছে__ আমাদের তথ্য উপাত্ত__কী ভাতে ভাই
কী করে বাচিঁ__কত কষ্টে দিন যায় আমাদের__তারচে বরং তিনগুণ রঙ লেপন করে
অনুক্রমে।
জরিপ করে দেখেছি__ভালো বলার সংখ্যা আমাকে নগন্য__
সিটি বাসের কিছু ফকির মিসকিন__হোটেল বয় কয়েকটি__আর দুএকজন শিক্ষক
আমাকে ভালো বললে বলতে পারে__
আর তাবৎ মানুষ ইচ্ছেতরে মনের আনন্দে আমার ডাকনাম তুলে গালি দেয়
কেনো জানিনা__ শুধু জানি __নিয়ম আর আইন আমার মানুষের মানবতা।
এখন কেউ গা ঘষা দিয়ে গেলে কিছু বলিন আমি__
বললে উল্টো ঠেলাটা আমাকে খেতেই হবে__কাউকে কিছু বলিনা__ পণ্ডিত মানুষের সংখ্যা এদেশে
ক্রমশ বেড়ে গেছে__ আবার উচ্চারণ ভঙ্গি ভুল ধরে
আবার ফনিক্স বানান নিজে না জেনে আমাকেই বলবে পিএইচ আলফাবেট দুটো কোথায়
এরা উহ্য থাকলো কেনো ?
যাকে কানে কানে বলবো গোপণ কথা __সেই আবার সেই কান কথা কানে কানে পাচার করবে
রাষ্ট্র করে দেবে__ক্ষণিকেই__
ফলত একা একা দিন কাটাই__ একগাদা বইয়ের ভীড়ে বসে থাকি__
প্রকৃতির ভীড়ে নিজকে সঁপে দিয়ে আনন্দ উপভোগ করি।
মূলত এখন ঘরকুনো ব্যাঙ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।