আমাদের কথা খুঁজে নিন

   

যাপিত জীবন

পরীর রানীর ব্লগ

ক্রমাগত হৃদয়ের রক্তক্ষরণ আর স্বপ্নীল জীবনের হাতছানি এরই মাঝে সুরে সুরে স্বপ্নের জাল বুনি। সুখ পাখি- সেকি শুধু রয়ে যাবে অধরা, ভেবে ভেবে আজ ক্লান্ত এ মন হয়ে যায় দিশেহারা। বিধাতা আমার চেয়ে চেয়ে রয়, থাকে হয়ে নির্বাক, আমি মনে ভাবি- এ কেমন জীবন ভেবে হই হতবাক। শেষ প্রহরের শেষ পাখিটা উড়ে উড়ে বলে যায়- ভালো নেই তুমি, ভালো নেই আমি, জীবন - বড় অসহায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।