আমাদের কথা খুঁজে নিন

   

এরা আলেম নামের জালেম। জামাত শিবিরের ভাড়াটে মোল্লা!

এরা আলেম নামের জালেম। জামাত শিবিরের ভাড়াটে মোল্লা! হেফাজতে ইসলাম না বলে এদের কে 'হেফাজতে আলবদর' বলাই ভাল হবে। এদের কে শিখিয়ে দেয়া হয়েছে, ব্লগার মানে নাস্তিক। আজ BBC র কাছে সাখাৎকারে বলেছে আমরা নিজেরা কোন ব্লগ দেখিনি, আমাদের মুরুব্বিরা (জামাতি?) দেখে বলেছে! একজন বললো "ব্লগার একজন ব্যাক্তির নাম আর সেই ব্যাক্তি নাস্তিক” তাহলে বুঝুন অবস্থা! আসলে আলখেল্লা পরে লম্বা দাঁড়ী থাকলেও মুলত তাদের কোন ইসলামি জ্ঞ্যান নেই বরং তাদেরকে এমন ভাবে ব্রেইন ওয়াশ করা হয়েছে তাতে করে তাদের আর ফেরত আসার কোন অবস্থা নেই। তার মানে, এরা না জেনেই একদল লোককে নাস্তিক কাফের বলে আখ্যায়িত করে রাস্তাঘাটে হাঙ্গামা ভাংচুর করবে, মসজিদে আগুন দিবে, আবার প্রানহানি রক্তপাত।

এর আগের সপ্তাহে সায়েদির ছবি চাঁদে দেখা গেছে বলে। নিজেরা না দেখলেও এই গুজব বিশ্বাস করে মসজিদের মাইক ব্যাবহার করে মিথ্যা প্রচার করেছিল, শতাধিক প্রানহানি হয়েছিল। অতচ ইসলামে ছবি বা প্রতিকৃতি হারাম, হারাম জিনিস চাঁদের দেখার প্রশ্নই আসে না! এরাই আলখেল্লা পরে মিথ্যা কথা বলে হারাম জিনিস দেখেছে বলে মানুষকে উষ্কে দেয়। মানুষের রক্ত ঝড়ায়। পবিত্র হাদিসে বলা আছে আছে, যত্র-তত্র কাউকে কাফের বা নাস্তিক বলা যাবেনা قال المستبان ماقالا فعلى البادى مالم يعتد المظلوم- رواه مسلم হযরত আবু যার (রা) থেকে বর্নিত, রাসুল সা: বলেছেন- "যে ব্যাক্তি কাউকে কাফের বলে ডাকে অথবা আল্লাহর শত্রু বলে, অথচ সে তা নয়, তখন তার কথা নিজের দিকে ফিরবে"।

(অর্থাৎ সে নিজেই কাফেরে পরিনত হবে) বুখারী শরিফ ও মুসলিম শরিফ, মিশকাতঃ ৪৬০৬ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.