আমাদের কথা খুঁজে নিন

   

একটি সিদ্ধান্ত নিতে হবে............

আমি সম্প্রতি বি,সি,এস, নামক প্রতিযোগীতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বি,সি,এস, ক্যাডার হয়েছি। ক্যাডার হয়ে জয়েন করবো কিনা এ ব্যাপারে আমি দ্বিধানিত হলেও আমার কাছের মানুষেরা আনন্দিত। চক্ষু বিশেষজ্ঞের সার্টিফিকেট নেয়ার জন্য একজন চক্ষু বিশেষজ্ঞের চেম্বারে বসে আছি। ভদ্রলোক বারবার আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে দেখছেন আর একই বিষয়ে কথা বলছেন কখন থেকে!আমার ধারনা তিনি একটি শব্দ লিখছেন আর আমাকে ঐ বাক্যগুলো বলছেন। পাশে বসা আমার স্বামী আমার দিকে তাকিয়ে হাসছে।

ভদ্রলোক কখনও বলছেন ‘আপনি পুলিশ ক্যাডার পেয়েছেন! আপনি পুলিশ এ জয়েন করবেন কেন?’ আবার কিছুক্ষন পরে বলছেন ’ভাল আমি এখন পর্যন্ত মেয়ে পুলিশ অফিসার দেখিনি। আচ্ছা আপনার বাসার সবাই মত দিয়েছে তো?’ আবার একবছর ট্রেনিং এর কথা শুনে উনার চোখ ছানাবরা। আমার স্বামীকে বললেন ‘আপনার একবছর স্ত্রীকে বাড়ির বাইরে পাঠানোর সিদ্ধান্ত টা ভেবে দেখবেন। ’ আমার চেহারা কাঁদো কাঁদো ভয়ঙ্কর মেজাজ খারাপ করে বের হলাম ওখান থেকে। আমার অবস্থা দেখেই বোধ হয় ওর হাসি বন্ধ হল।

আমাকে বলল শুনো, এই প্রতিক্রিয়া দেখে যদি কাঁদো তবে আমি যেসব কথা শুনেছি তাতে তোমার কানে তালা লাগবে। আর পুলিশের পেশাটা কে সবাই একটু অন্যভাবে নেয় তার উপর তুমি মেয়ে। আমি চাই তুমি পুলিশ এ জয়েন করো। বাদবাকি সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। ওকে বলিনি যে প্রায় একই প্রতিক্রিয়া আমি আমার অফিসে পেয়েছি।

পেয়েছি আমার কিছু আত্নীয়ের কাছে। এক সিনিয়র স্যারতো জিজ্ঞেশ করলেন এ,এস,পি,মানে কি?থানার ওসি হতে আমার কতদিন লাগবে?আমার পরিবার কিভাবে আমাকে সাপোর্ট করে ইত্যাদি । আর আত্নীয়রা সবাই ধরে নিয়েছে ঘুষ খাওয়ার জন্যই আমি পুলিশ এ যাচ্ছি। কিন্তু এই মানুষগুলোর প্রতিক্রিয়া দেখে যতটুকু দ্বিধাগ্রস্থ হই তেমনি আমার সাফল্যে গর্বিত কাছের মানুষগুলোর মুখ দেখে আমি তার চেয়ে বেশি সংকল্পবদ্ধ হই। হ্যাঁ আমাকে সিদ্ধান্ত নিতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.