আমাদের কথা খুঁজে নিন

   

অবজ্ঞা

যা ভাবি যতটুকু বুঝি অথবা আমার ভাবনাগুলি ঐ যে আমাদেরকে তোমরা দেখ, রাস্তার পাশে, কোন নোংড়া স্তুপে, অথবা মাংশ বাজারের আশ-পাশে এক টুকরো হাড্ডি নিয়ে ছুটো-ছুটি করতে, আমাদেরকে দেখলেই নাক শিটকিয়ে দুরে সরে যাও। আমাদের জাত ভাইয়ের মধ্যে একটু কথা কাটাকাটি হলেই বিরক্তির ছলে আঘাত কর প্রচন্ড শক্তি দিয়ে। দুরে পালাই কাঁদতে কাঁদতে, ঘুরে আসি আবার বেহাইয়ার মত, খাবারের সন্ধানে। ইচ্ছে হলেই আমাদের নিধণ প্রকল্প নাও হাতে, অচেনা অস্ত্র দিয়ে ধরে নাও, হত্যা কর নিষংশ ভাবে। তোমরা বোঝ না তোমরা জান না কত ভয়েই-না আমরা পালিয়ে থাকি।

তবুও নিস্তার নেই তোমাদের হাত থেকে। বুঝতে পারিনা তোমাদের চালাকী ইচ্ছে হলেই আঘাত কর, ইটের টুকরো দিয়ে। শীতের বৃষ্টিতে ভিজে যাই, কাঁপতে থাকি ঠক্ ঠক্ করে আশ্রয়ের জন্য উঠে পরি কোন দাবায়, তোমরা আমাদের তাড়িয়ে দাও আঘাত কর কিন্তু কেন? আমরা কি জানিনা আঘাত করতে? মনে নেই সে দিন সহস্র আঘাতের প্রতিবাদে, মাত্র একবার করেছিলাম আঘাত যার জন্য কান্নার রোল উঠেছিল বাড়ী সুদ্দো। সে দিন মধ্যে রাতে ঢুকেছিল অচেনা কয়টি মানুষ চিৎকারে হয়েছিলে আত্মহারা। আমি তাড়িয়েছিলাম, করেছিলাম রক্ষা।

আমাদের প্রেম প্রণয়ে সৃষ্টি কর বিঘ্ন, আর আমরা তোমাদের বেলায় পাহাড়া দেই রাতের পর রাত জেগে। তবুও স্থান নেই তোমাদের কঠোর মনে। থাকবে না এমন চিরদিন আমরাও খাব, তোমাদের ফেলে দেয়া খাবার, আমরাও চলবো তবে স্বাধীন ভাবে। সে দিনের প্রতিক্ষায় আজো আছি বেঁচে, যুদ্ধ করে। এই ধরনীর পরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.