আমি একজন সাংবাদিক আমরা বাঙালি আমাদের নিজস্ব একটি জাতিসত্বা আছে বাংলা আমাদের মাতৃভাষা এ ভাষার জন্যই বাহান্ন সালের আন্দোলন। দুঃখ লাগে একুশে ফেরুয়ারী এলে ঢাকঢোল পিটাই ঝাড়মুছ করি, রঙ বেরঙের বাহরি সাজে সাজাই শহীদ মিনার। দিবস শেষে, কেউ নগ্ন পায়ে কেউ জুতো পায়ে ভাষা শহীদদের স্মৃতি স্তম্ভটি অমর্যাদায় পরিণত করি। পেরেছি কি এখনও- ভাষা শহদি ভাষা সৈনিক এবং প্রকৃত দেশ প্রেমিককে এক পতাকা তলে মাতৃভাষা বাংলার বুকে স্বাধীন বাংলাদেশে একত্রিত করতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।