আিমতো আিমই আবার শুরু হল সেই নৈরাজ্য, আবার সাধারণ মানুষ হচ্ছে অসাধারণ নেতাদের বলির পাঁঠা। সেই সব নেতাদের উদ্দেশে এই হীনের আর্জি ঃ
নেতা
নেমে এসো ঐ মঞ্চ থেকে।
আমাদের কাতারে এসে দাঁড়াও,
মঞ্চে দাঁড়িয়ে তুমি কেন
আমাদেরই মুখোমুখি ?
তুমি দাঁড়াবে সবার সামনে
বাধা হয়ে নয়
যুদ্ধের সম্মুখ সৈন্য হয়ে।
যে যুদ্ধ হবে ক্ষুধা, দারিদ্র
আর অন্যায়ের বিরুদ্ধে।
কিন্তু, তুমি আজ
রাজা হবার জন্য
লড়ছো রাজপথে।
তুমি লড়না গণ মানুষের পথে।
তাইতো আমরা রাজপথে
নামলেই হই
প্রাণহীন মাংসের স্তুপ।
শব হয়ে সব প্রতিষ্ঠানের সামনে
শুধু বিবর্ণ জাতিয় পাতাকা ওড়ে।
ভেতরে পতাকার আদর্শ “প্রবেশ নিষেধ”।
কারণ, ঐ পতাকায় তুমি নেই
আছি আমরা।
জাতিয় সঙ্গীত বাজে শুধু যন্ত্রে
হৃদয় মন্ত্রে নয়।
ও হৃদয়ে আমরা নেই
শুধু তুমিই আছো।
বুলেটপ্রুফ নিরাপত্তার ভেতর থেকে
তুমি আমাদের আহ্বান কর।
সে আহ্বানে ছুটে যাই আমরা।
কিন্তু আমাদের এই সাধারণ চামড়াটা যে
বুলেটপ্রুফ নয়।
তাই বুলেট যাবার সময় নিয়ে যায়
বাবার স্নেহ আর মায়ের আদরে গড়া
আমার এ জীবন।
খড় রৌদ্রে আমরা শুস্ক মরুভূমি
এসিআটা ঘরে শীতল তুমি।
আমাদের ছাদ ফুঁড়ে বৃষ্টি পড়ে
তোমার অট্টালিকায় ঝর্ণা ঝরে।
প্রচণ্ড শীতে গুটিসুটি দলবলে
ঘুমাও তুমি উষ্ণ সম্বলে।
আমরা নাকি ক্ষমতার উৎস?
আমাদের শুষে আজ তুমি ক্ষমতাধর।
তাই আমরা আজ দুর্বল শক্তিহীন।
এ দুর্বলের সঞ্চিত অভিমান
পুঞ্জিভূত হয়ে
তোমার দিকে বিস্ফোরিত হলে
কোথায় যাবে তুমি ?
আমরা যে সবখানে।
তোমারতো এমন হবার কথা ছিল না।
তুমি হবে বীর কনফুসিয়ান,
তুমি লড়াকু চেঙ্গিস খান।
তুমি জাগ্রত শির,
হবে বিপ্লবী বীর।
তুমিই হবে আমাদের সকল জেতা।
তবেই না তুমি, আমাদের নেতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।