আমাদের কথা খুঁজে নিন

   

একটি স্বপ্ন ও কিছু কথা.....

....ঘুমের ঘোরে হঠাৎ দেখি আমি একটি মেইন রোডের পাশে আইল্যান্ডে দাড়িয়ে আছি। চারিদিকে তাকিয়ে দেখি কত বড় বড় দালান কোঠা, রাস্তার উপরে রাস্তা অর্থাৎ ফ্লাইওভার দিয়ে গাড়িগুলো তাদের নিদিষ্ট গন্তব্যে সারিবদ্ধভাবে চলাচল করছে। রাস্তায় ট্রাফিক সিগন্যাল লাইটগুলো তাদের নিয়মমত সবুজবাতি ও লালবাতি সংকেত দিচ্ছে আর গাড়িগুলো তা মেনে চলছে। রাস্তার দুইপাশে কোন দাড়ানো গাড়ি নেই, নেই কোন ট্রাফিক জ্যাম, ট্রাফিক পুলিশ তার নির্দিষ্ট জায়গায় দাড়িয়ে দাড়িয়ে তার দায়িত্ব পালন করছে। অনাকাঙ্খাংকিত কোন গাড়ি থামিয়ে চাঁদা নিচ্ছেনা কোন ট্রাফিক সার্জেন্ট। রাস্তায় কালো ধোঁয়া বাহিত কোন গাড়ি দেখা যাচ্ছেনা।পরিবহন বাসগুলো তাদের নিজ নিজ কাউন্টার ব্যতিত অন্য কোন স্থান থেকে কোন যাত্রী নিচ্ছেনা এবং নিদিষ্ট বাসের সীট ব্যতীত অতিরিক্ত কোন যাত্রী নিচ্ছেনা এবং কোন যাত্রী সীট খালি নাই দেখে পরের গাড়ির জন্য সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে অপেক্ষায় থাকতে দেখা যাচ্ছে। রাস্তার পাশে ডাস্টবিনগুলো অত্যন্ত পরিস্কার করে রাখা আছে।আমি দাড়িয়ে প্রাণভরে নিঃশ্বাস নিলাম আর মনে মনে চিন্তা করলাম একি আমার দেশ নাকি নাকি স্বপ্নের দেশ, " ভাইজান ভাড়াটা দেন" শব্দে হঠাৎ আমার ঘোর কেটে গেছে তাকিয়ে দেখি গাড়ির নিয়মিত জ্যামে পড়ে আমি ১০নং বাসের ভিতরে ভ্যাবসা গরমে গামাক্ত হয়ে পিছনের সিটে বসে আছি.............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.