আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম কি অনুমান ভিত্তিক???

শানিত কর সংস্কৃতির চেতনায় (মডারেটরদের বলছি পুরো না পড়ে প্রতিক্রিয়া দেখাবেন না) ধর্ম মানবিক। মানুষের মুক্তির জন্য ধর্ম কাজ করেছে। প্রাচীন ধর্মগুলোও নির্যাতিত মানুষের মুক্তির জন্য আবির্ভূত হয়েছিল। মুসা ইজিপশিয়ানদের হাত থেকে হিব্রুদের উদ্ধার করতে এসেছিল। হিব্রুদের কাছে মুসা ঈশ্বরের আহবান পৌছালে অনেকে অবিশ্বাস করেছে।

এজন্য কাউকে মুসা হত্যা কিংবা নির্যাতন করেননি। তিনি তাদেরকে বলেছেন তোমরা ভুল বুঝতে পারবে। সনাতন ধর্মও একই ভাবে সাধারণ মানুষকে রাবন, অসুরদের হাত হতে বাচাতে এসেছে। ইসলামতো নিজেই মুক্তিদাতা হিসেবে প্রচার করছে। শান্তির ধর্ম।

শান্তির কথাই তার মূল উপজিব্য। ইসলামের নবী মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। কখনো অনুমান নির্ভর কারও ওপর রাগ কিংবা অভিসাপ পর্যন্ত দেননি। আমাদের বাংলাদেশে সেই ইসলামকে নিয়ে যে চিত্র প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি। তাতে কি মনে হয় এরা কেউ শান্তি চান অথবা বোঝেন।

এমনকি ইসলাম যে একটি ধর্ম এবং এটা যে মানুষের কল্যান, দুষ্টুদের দমন করতে বলে তা কি তারা চান। তাদের কাছে কি মাথায় টুপি পড়ে মানুষকে অভিসাপ দেওয়াই ধর্ম? কোন কারণে ইমরান এইচ সরকার, শাহবাগ আন্দোলনকারীদের নাস্তিক কাফের বলে প্রচার করছে। জামায়াত করছে। আশ্চর্য নই। কারণ তারা সবধরণের অস্ত্র প্রয়োগ করবে।

কিন্তু যে সব আলেম বলে পরিচিত জামায়াতকে স্বীকৃতি দেন না বা তাদের সঙ্গে সম্পর্ক নেই বলে প্রচার করছেন। তাদের এই নাস্তিক প্রচারের ভিত্তি কি? তারা কোন ইসলামের কথা বলতে চাচ্ছেন। মালে গনিমত তত্ত্ব। হিংস্রতা কিভাবে মানবিক হতে পারে?? হাটহাজারি মোল্লাদের কার্যক্রম। মানুষের জন্য এমন কিছু আপনারা করেছেন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.