আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচটা কবিতা

ঘুম-২ ঘুমের ভিতর তুমি বাইচা রইছ, মানবসম্প্রদায় ঘুমের অষুধই তাই বেশি বিক্রি হয় ফার্মেসিগুলায় তোমার এই ঘুমের অধিক কোন লেনাদেনা নাই তোমার ঘুমের তরে কুজন করিতেছে সব আয়োজন পলিটিকস অমরত্বের বিলবোর্ডের ছায়ার নীচে ঘুমায়ে রয়েছে সার সার শহীদের লাশ আর বিস্মরণের দুর্গন্ধ দিয়া বানানো সুগন্ধীর বেচাবিক্রি হইতেছে চেতনার দোকানে... নারী দিবসের কবিতা আমরা তিন বোন। আমি, মুয়ীয আর সানী। আমাদের দুখের সীমা নাই। এক বোন নিখোঁজ, কি জানি সে কোন পল্লীতে পাচার হইয়া পরমতসহিষ্ণুতা শিখতেছে হয়ত। আরেক বোন মার্কেটের গলিতে অলির(ও) ফাঁদে পড়ে হারায়াছে দিশা... আমাদিগর দেখতেই পাচ্ছে না রাষ্ট্র, এনজিও মিডিয়া আমাদিগর তাই নারী দিবসের শুভেচ্ছা। বুড়োদের কোলে তারুণ্য দোলে বুড়োদের কোলে উঠে আহ্লাদিত তারুণ্য, তুমারে পুছি না। তুমি ভামেদের ফাঁদে পড়ে নিয়মতান্ত্রিক যান্ত্রিক। তুমারে কোলে নিয়া ওই মুখপোড়া হাবড়ার ছিনালি দেখিয়া আমি গাহিতেছি প্রৌঢ়ত্বের কাসিদা... প্রোপার অডিয়েন্স না থাকলে যা হয়, আর কি বাঘের খাঁচায় বসে এক বিলাই কহিলাম হালুম আর শুনিলেন মিঁয়াও শালা, অডিয়েন্সই খারাপ তদুপরি সাউন্ড সিস্টেমেরও ছিল জরুরত হুদাই করিলাম কসরত...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.