নিয়ন আলোয় ঘোর লেগে আসা ক্লান্ত শহরটার বুকে ঝিরঝির করে রাতের বৃষ্টি নামে ।ফুটো হয়ে যাওয়া প্যান্টটার পা গুটিয়ে নিয়ে ভেজা প্যাঁচপেচে ফুটপাত ধরে চুপচাপ হেঁটে যায় মানুষটা। বুড়ো আঙুলগুলো শক্ত করে ধরে রাখে খসে পড়তে চাওয়া স্যান্ডেলটাকে। ঝাপসা পথে হাঁটতে হাঁটতে অন্যমনষ্ক হাতটা চোখে-মুখে জমে থাকা জল মুছে নেয়। ইছায় হোক আর অনিচ্ছায়, পেছনে তাকিয়ে খানিক দূরে ফেলে আসা শূন্য ওভারব্রিজটায় চোখ যায়। আজ কেউ দাঁড়িয়ে ছিলোনা রেলিংটায় ভর দিয়ে ? কেউ কি অপেক্ষা করে ফিরে গেছে ? ভেজা হাত দিয়েই আবার বৃষ্টিভেজা চোখ মোছে মানুষটা। কেউ আসেনি, আসাটা বড্ড কঠিন যে... (কোন কিছু ভেবে লিখিনি ।কোন গল্পও নয় এটা- আসলেই অপ্রয়োজনীয় একটা মুহূর্ত । পড়ার পর হতাশ হলে আন্তরিক ভাবে সরি ।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।