আমি সেই সব লোকদের পছন্দ করি, যারা চিন্তা করতে পারে,অপেক্ষা করতে পারে এবং বিরত থাকতে পারে। এই মুহূর্তে চায়নার রিজার্ভ ৩ ট্রিলিয়ন ডলার - যা পৃথিবীর সর্বোচ্চ। এই ডলার গুলো দিয়ে চাইলে চায়না সারা পৃথিবীর যেসব জিনিস কিনতে পারে তা চিন্তাও করতে পারবেন না! আসুন এবার আমরা দেখি চায়নার ক্ষমতা...
১। এই বছরে উত্তোলনকৃত সমস্ত তেল - ৩. ৪১ ট্রিলিয়ন ডলার
২। আমেরিকার সমস্ত কৃষি জমি ও ভবন- ১.৮৭ ট্রিলিয়ন ডলার
৩।
এ্যাপেল, মাইক্রোসফট,আইবিএম এবং গুগল - ৯১৬ বিলিয়ন ডলার
৪। আমেরিকার সমস্ত সামরিক সরঞ্জাম - ৪১৪ বিলিয়ন ডলার
৫। ম্যানহাটান রিয়েল এস্টেট - ২৮৭ বিলিয়ন ডলার
৬। ওয়াসিংটন ডিসি রিয়েল এস্টেট - ২৩২ বিলিয়ন ডলার
৭। ৫০ টি সর্বোচ্চ মূল্যবান স্পোর্টস টিম- ৫০ বিলিয়ন ডলার
৮।
"মনিটরি" গোল্ড - ১.৪৩ ট্রিলিয়ন ডলার
সূত্র: দ্যা ইকোনোমিস্ট ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।