আমাদের কথা খুঁজে নিন

   

রূপগঞ্জে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

বুধবার দুপুরে তারাবো বাজার এলাকায় এ ঘটনায় আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার তারাবো এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মুনসুর আলীর সঙ্গে যুবলীগ নেতা আমির হোসেনের বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে দুপুর ১২টার দিকে মুনসুর আলীর পক্ষ ও যুবলীগ নেতা আমির হোসেন পক্ষের লোকজনদের মধ্যে বাকবিতণ্ডাা হয়।
এর এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ব্যাপারে কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.